শার্শা (যশোর) প্রতিনিধি:
যশোরের বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জনসহ মোট ৭৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার (১৮ জুন) বিকেল ৪টা পর্যন্ত এসব মনোনয়ন দাখিল করেছেন প্রার্থীরা বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। আগামী ১৭ জুলাই বেনাপোল পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মেয়র পদে মনোনয়ন দাখিল করেছেন বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, মাসুদুর রহমান মিলন, ফারুক হোসেন ও মফিজুর রহমান সজন। অন্যদিকে ১নং মহিলা আসনে কাউন্সিলর পদে ৫ জন, ২নং সংরক্ষিত আসনে ৯ জন, ৩ সংরক্ষিত আসনে ৩ জন এবং পুরুষ ১নং সাধারণ আসনে ৩ জন, ২নং সাধারণ আসনে ৫ জন, ৩নং সাধারণ আসনে ৭ জন, ৪নং সাধারণ আসনে ৬ জন, ৫নং সাধারণ আসনে ৬ জন, ৬নং সাধারণ আসনে ৬ জন, ৭নং সাধারণ আসনে ৬ জন, ৮নং সাধারণ আসনে ৮ জন এবং ৯ নং সাধারণ আসনে ৬ জনসহ ৭৪ জন মনোনয়ন দাখিল করেছেন। শার্শা উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ জানান, আগামী ১৭ জুলাই বেনাপোল পৌরসভা নির্বাচন উপলক্ষে ৪ জন মেয়র প্রার্থী, ১৭ জন সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে ৫৩ জন সহ মোট ৭৪ জন মনোনয়ন দাখিল করেছেন। আগামী ২৫ জুনের মধ্যে প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ১৯ জুন সোমবার প্রার্থীতা যাচাই বাছাই চলবে।