
আশাশুনি প্রতিবেদক/নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী পালনের লক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বুধহাটা ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডবলু। এসময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনি এবং ১৯৭১সালের মহান মুক্তিযুদ্ধে তার অবদান তুলে ধরে জাতির উদ্দেশে বক্তব্য রাখেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের সাবেক অধ্যক্ষ চিত্র রঞ্জন ঘোষ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, প্রবীন আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল ঢালী, বুধহাটা যুব কিশোর সংসদের সভাপতি নুরুজ্জামান জুলু, আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান আনিস প্রমুখ। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, তাঁতীলীগ, শিক্ষক, ইমাম, পুরোহিত সহ উপস্থিত অতিথি বৃন্দের সাথে নিয়ে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিনের কেক কেটে জন্ম দিন পালন করেন। উপজেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে সকল ইউপি সদস্য, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান রাজু, কৃষকলীগ সভাপতি আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, শাপলা ওয়াটার টেকনোলোজীর সত্বাধিকার হাবিবুর রহমান হাবিব, যুবলীগ নেতা বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সব শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।