বিনোদন ডেস্ক:
শুধু গানই নয়, নদী নিয়ে চিত্র প্রদর্শনী আর আলোর নাচন; সত্যিই অভূতপূর্ব একটি উৎসবে পরিণত হলো ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর শ্যামবাজার খেয়া ঘাটে।
‘বোট প্রজেক্ট’ নামের এই নদী উৎসবে অংশ নিয়েছেন ঢাকা, মুম্বাই, ত্রিভান্দ্রম এবং প্যারিসের ৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক। সঙ্গে ব্যান্ড জলের গান ছাড়াও ছিলো বেশ ক’জন পারফর্মার।
অঁলিয়স ফ্রঁসেস, গ্যোথে ইন্সটিটিউট, ব্রিটিশ কাউন্সিল, স্প্যানিশ দূতাবাস এবং ইইউ প্রতিনিধিদের যৌথ উদ্যোগে এই আয়োজনটি হলো। সহযোগিতা করেছে নেদারল্যান্ডস দূতাবাস।
আয়োজনের অন্যতম অংশ ছিলো কর্মশালা। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পুরান ঢাকার বিভিন্ন স্থানে 8টি বিভিন্ন দলে বিভক্ত হয়ে নদীর তীরবর্তী জীবন মানচিত্র, বিপন্ন ঐতিহ্য এবং ক্ষুদ্র অর্থনীতি অনুসন্ধান করে। এরপর ছিলো শ্যামবাজার খেয়াঘাটে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউটের শিক্ষার্থীদের একটি আলোকচিত্র প্রদর্শনী।
এরপর হয় জনপ্রিয় ব্যান্ড জলের গানের অভিনব আয়োজন। পুরান ঢাকার ঐতিহ্যকে স্মরণ করতে বুড়িগঙ্গায় ভেসে ঐতিহ্যবাহী নৌকায় লাইভ কনসার্টের আয়োজন করা হয়। যাতে নেচে-গেয়ে-বাজিয়ে মাত করে জলের গান সদস্যরা।
এরপর ভিডিও পারফরম্যান্স প্রজেকশনের মাধ্যমে রূপলাল বাড়ির ঘাটের পাশে মানুষের দৈনন্দিন জীবন ক্রিয়াকলাপ তুলে ধরা হয় ‘নদীর ঐতিহ্য : পুরান ঢাকা থেকে শিক্ষা’ নামের পুরো এই প্রজেক্টটি কিউরেট করেছেন আশফিকা রহমান।