প্রেস বিজ্ঞপ্তি:
সাতক্ষীরার বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা কাজি রিয়াজের ৮২ তম জন্মদিন উদযাপিত হয়েছে। নাগরিক ঐক্য, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা ল’ কলেজে বর্ষীয়ান এই রাজনৈতিকের জন্মদিন পালিত হয়।
জন্মদিন উদযাপন আয়োজনে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ। নাগরিক ঐক্য, সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক ও সাতক্ষীরা ল’ কলের অধ্যক্ষ ডঃ রবিউল ইসলাম খানের সভাপতিত্বে ও নাগরিক ঐক্য, সাতক্ষীরা জেলা শাখার সর্বোচ্চ নীতি নির্ধারণই ফোরামের চেয়ারপার্সন অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সঞ্চালনায় প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা কাজি রিয়াজের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে বক্তব্য রাখেন নাগরিক ঐক্য, সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব এড.মুনীরউদ্দীন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের জেলা সমন্বয়কারী কমরেড নিত্যানন্দ সরকার, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির জেলা শাখার সহ-সভাপতি রওনক বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক এড.এস এম ইকবাল লোদী, জেএসডি নেতা মাষ্টার আব্দুল জব্বার, নাগরিক কৃষক ঐক্য, জেলা শাখার আহবায়ক মাষ্টার মোঃ ফজলুল হক, নাগরিক ঐক্য সাতক্ষীরা সদর উপজেলা শাখার সদস্য সচিব আসাদুল হক লাভলু, এড.শাকিবুর রহমান বাবলা, সঙ্গীত শিল্পী নাসরিন নাজরানা বেবি, নাগরিক ছাত্র ঐক্যের মোঃ মফিজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, কাজি রিয়াজ জাতীর এজকন সূর্য সন্তান। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সাতক্ষীরা হানাদার মুক্ত করতে তার অবদান অপরিসীম। তিনি বরাবরই একজন নির্লোভ ও নিরহংকারী মানুষ ছিলেন। স্বাধীনতার পর তার বর্নাঢ্য রাজনৈতিক জীবন অনুপ্রেরণা হয়ে থাকবে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা কাজি রিয়াজের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।