আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের আ’লীগের আয়োজনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪টায় চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ইউনিয়ান আওয়ামীলীগের সভাপতি নুরুল হক সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার পাল বাচ্চু’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাষক বাবু সনৎ কুমার গাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সুব্রত কুমার বৈদ্য, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাস্টার ইদ্রিস আলী সরদার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পলাশ কুমার বসাক, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহ আলম ঢালী, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ইতেখারুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক শ্রীবাস ঘোষ, ইউপি সদস্য আফসার উদ্দিন, ইউনিয়ন কৃষক আওয়ামী লীগের সভাপতি শাহাজান ঢালী প্রমুখ।