
রাশেদ আলী, যশোর থেকে: দেশব্যাপী বিএনপির নৈরাজ্য, সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে যশোরের মাণিরামপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে মণিরামপুর আওয়ামী লীগ কার্যালয় থেকে পৌর শহর ঘুরে আবারও কার্যালয়ে সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি নেতাকর্মীদের বিএনপির সকল সন্ত্রাসী কর্মকাÐ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার ও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান।
সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা যুবলীগ আহ্বায়ক ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্ত্তী বাচ্চু। এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদ সদস্য গৌতম চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, সংরক্ষিত জেলা পরিষদ সদস্য শোভা আক্তার, পৌর কাউন্সিলর কামরুল ইসলাম, পৌর যুব লীগের সভাপতি এসএম লুৎফর রহমান, খেদাপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা তারক দেবনাথ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।