
নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা সদর ২ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর প্রার্থী ও বিএনএম এর জেলা সভাপতি আলহাজ্ব মো. কামরুজ্জামান (বুলু) দিন ব্যাপী গণসংযোগ করেছেন। শনিবার সকাল থেকে সদর আসনের কদমতলা বাজার, সার্কিট হাউজ মোড়, কাশেমপুরসহ বিভিন্ন এলাকায় জনসাধারণ ও পথচারীদের সাথে তার নোঙ্গর প্রতিকে ভোট চেয়ে উক্ত গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনএম সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, রফিকুল ইসলাম, ইকবাল হাসান ও সোহাগ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।