
এবারের মৌসুমে এককথায় উড়ছে বায়ার্ন। ঘরোয়া ফুটবলের ডাবল জিতে আছে ত্রিমুকুট জেতার পথে। ভিদাল তাদের সামর্থ্য সম্পর্কে জানেন। সমীহও করছেন জার্মান চ্যাম্পিয়নদের, তবে তারা যে ‘বিশ্বের সেরা দল’ বার্সেলোনার মুখোমুখি হতে যাচ্ছে, সেটি মনে করিয়ে দিয়েছেন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে।
সাবেক জার্মান ফুটবলার লোথার ম্যাথিয়াস জানিয়েছেন, এবারের মৌসুমে বার্সেলোনা যেমন খেলছে, তাতে বায়ার্নের হারতে হলে অনেক ভুল করতে হবে। ভিদাল অবশ্য বাইরের মন্তব্যে কান দিচ্ছেন না। উল্টো বায়ার্নকে হুমকি দিয়ে রেখেছেন এই বলে, ‘ওরা আত্মবিশ্বাসী ঠিক আছে, তবে ওরা অবশ্যই জানে ওরা বুন্দেসলিগার কোনও দলের বিপক্ষে খেলতে নামছে না। তাদের খেলতে হবে বার্সেলোনার বিপক্ষে।’
লিগ ও কোপা দেল রে’র শিরোপা হারানো বার্সেলোনার শেষ সুযোগ চ্যাম্পিয়নস লিগ। ভিদাল আশা রাখছেন, ‘জানি সমর্থকদের মনে সংশয় আছে। তবে আমরা বিশ্বের সেরা দল, যদিও আমরা সেটি মাঠে প্রমাণ করতে পারিনি, হারিয়েছি লা লিগা। আমাদের আছে লিও (মেসি) ও উঁচুমানের আরও কিছু খেলোয়াড়। আমরা নিজেদের প্রমাণ করতে চাই।’