মা কে তাড়িয়ে বৌ ও শাশুড়ি নিয়ে দালান-কোটায় ছেলে!
পাইকগাছা (খুলনা) প্রতিবেদক: পাইকগাছায় সম্পত্তির লোভে গর্ভধারিনী মাকে অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ছেলে। বৌ-বাচ্চা ও শাশুড়িকে নিয়ে দালান-কোটায় আরাম আয়েশে আছে ছেলে। বাড়ীতে আশ্রায় পেতে মা মেহেরুন্নেছা প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছে।
উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের রাজ্জাক গাজী (নিজ্জাত) গাজী। পেশায় ছিল মৎস্য আড়তদারি ব্যবসায়ী। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। রেখে যায় স্ত্রী, ১ ছেলে,১ মেয়ে। বাবার মৃত্যুর পর স্ত্রী,ও শ্বাশুড়ির কু-পরামর্শে গর্ভধারণী মাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য বাড়ী থেকে তাড়িয়ে দেয় বলে মা মেহেরুন্নেছা জানান। প্রায় আড়াই বছর যাবৎ আত্মীয়-স্বজন সহ অন্যের বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন তিনি।হতভাগী মা মেহেরুন নেছা। স্বামীর ভিটায় যেতে থানায় করেছে একাধিক জিডি। প্রতিকার না পেয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় এমপি, আইজিপি, জেলা প্রশাসক,ডিআইজি, পুলিশ সুপার,উপজেলা নির্বাহী অফিসারসহ ১০ টি দপ্তরে অভিযোগ দিয়েছেন। নিজ্জাতের মুত্যু পর সম্পদ-সম্পত্তি বউ শ্বাশুড়ির পরামর্শে মায়ের সাথে প্রায় ঝগড়া করে ছেলে সাইফুলের। তাড়িয়ে দেয় বাড়ী থেকে। মা মেহেরুন নেছা অগত্য বাড়ি ছেড়ে বাবার, মেয়ে ও প্রতিবেশির বাড়িতে থাকছে। বর্তমানে তিনি এক প্রতিবেশির রান্না ঘরে মানবেতর জীবনযাপন করছে? সাইফুল মুঠোফোনে বলেন, আমার পিতার মৃত্যুর পর মা অন্য যায়গায় বিয়ে করে বড়ী থেকে চলে যায়। মেরুননেছা বলেন,স্বামীর মৃত্যুর পর সব সম্পত্তি দখল করার জন্য তার বৌ ও শাশুড়ীর পরামর্শে আমারকে অত্যাচার করে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে।