
তরিকুল ইসলাম: একাদশ জাতীয় সংসদের মনোনীত মাননীয় সংসদ সদস্যবৃন্দের সমন্বয়ে গঠিত বাংলাদেশ-জাপান সংসদীয় মৈত্রীগ্রুপের সভাপতি হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (আইপিআর-১) সামিয়া রুবাইয়াত হোসেইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।
মৈত্রীগ্রুপের অন্যান্য সদস্যরা হলেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম এমপি, চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য আবদুল লতিফ এমপি, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এমপি, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম এমপি, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম এমপি, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, মহিলা আসন-৬ এর সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার এমপি এবং মহিলা আসন-২০ এর সংসদ সদস্য অপরাজিতা হক এমপি।
অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপির সভাপতিত্বে ৪ জুলাই বিকেল ৪ টায় জাতীয় সংসদ সচিবালয়ের ১ নাম্বার স্থায়ী কমিটি কক্ষে বাংলাদেশ-জাপান সংসদীয় মৈত্রীগ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।
উক্ত বৈঠকে বাংলাদেশ-জাপান সংসদীয় মৈত্রীগ্রুপের সভাপতির সাথে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।