
নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন শহরের বাঁকাল এলাকার বিশিষ্ট সমাজ সেবক শওকত আলী। এ মহামারি পরিস্থিতিতে নিজের সামর্থ না থাকলেও মানুষের কষ্ট সহ্য করতে না পেরে অন্যের কাছ থেকে সহযোগিতা নিয়ে এবং নিজের জন্য রাখা ধান বিক্রি করে ১১৫ টি পরিবারের মধ্যে চাল,ডাল, তেল, সবজি সহ খাদ্য সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেন।
শুক্রবার বেলা ৩টায় বাঁকাল সরদারপাড়া এলাকায় ১১৫টি অসহায় পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইসলাম হোসেন, আওয়ামীলীগ নেতা মারুফ আহমেদ, শামীম হোসেন, মোস্তাকিম বাবু প্রমুখ।
এ বিষয়ে সমাজসেবক শওকত আলী বলেন, একসময়ে আর্থিক অবস্থা ভালো থাকলেও বর্তমানে ব্যবসা বাণিজ্য না থাকায় কষ্টে দিন চলছে আমার। কিন্তু তারপরও এ সংকটে মানুষের দুরাবস্থা দেখে হাত গুটিয়ে বসে থাকতে পারি না। সে কারণে নিজের জন্য রাখা ধান বিক্রি করে কর্মহীন হয়ে পড়া মানুষের সহযোগিতার পরিকল্পনা করি। সে পরিকল্পনা থেকেই মানুষের জন্য সামান্য উদ্যোগ গ্রহণ করেছি। যদিও আমার এ উদ্যোগে অনেকেই সহযোগিতা করেছেন। তাদের প্রতি জানাই কৃতজ্ঞতা।