আব্দুর রহিম, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি দিবস ২০২৩ পালন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজাহার আলী, থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, থানা জামে মসজিদের পেশ ঈমাম হযরত মাওলানা আশরাফুল ইসলাম আজিজী, সরকারী কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সিনি: শিক্ষক জি এম আব্দুল্লাহ আল হাসান, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক, প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান প্রমুখ। শপথ বাক্য পাঠ করান দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি এ্যাড. জাফরুল্লাহ ইব্রাহিম। আন্তর্জাতিক দুর্নীতি দিবসে বিভিন্ন অনুষ্ঠান মালায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জাতীয় সাংবাদিক সংস্থা, সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, বেসরকারী উন্নয়ন সংস্থা “সুশীলন” সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
বর্ণাঢ্য আয়োজনে কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালন
পূর্ববর্তী পোস্ট