আশাশুনি সংবাদদাতা: আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দীন কলোজিয়েট স্কুল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। রবিবার সকালে তিনি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। কলেজিয়েট স্কুলে মাধ্যমিক বিভাগে বার্ষিক পরীক্ষা চলছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান কেন্দ্রটি পরিদর্শনে যান। তিনি বিভিন্ন পরীক্ষা কক্ষ পরিদর্শন করেন। এসময় উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান, প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী তার সাথে ছিলেন।