
প্রধান প্রতিবেদক: বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরায় ক্ষনগণনা উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ্যে শুক্রবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করা হবে জানিয়ে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল এ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচীর বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, ১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১ সময়কালকে সরকার কর্তৃক মুজিববর্ষ ঘোষনা করা হয়েছে। সেলক্ষ্যে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো.মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক হুসাইন শওকত, প্রেসক্লাব সভাপতি আবু আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জলসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।