নড়াইল সংবাদদাতা:
“স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন।”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইল জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনসে্ এক আলোচনা সভা ও শিশুদের মাঝে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৭ মার্চ দপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে এ আয়োজন করে জেলা পুলিশ।
এসময় প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও নড়াইল পুলিশ লাইনস্ স্কুলের শিশুদের মাঝে বই (ছেটদের জন্য ‘বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ) বিতরণ করেন পুলিশ সুপার মোসা.সাদিরা খাতুন।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, স্বাধীন বাংলাদেশের রূপকার ও মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই কিন্তু তার আদর্শ আমাদের চিরন্তন প্রেরণার উৎস। তার নীতি ও আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সাহসী, ত্যাগী ও আদর্শবাদী নেতৃত্ব।
তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ গঠন ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও জাতির পিতার জীবন ও কর্ম শিশুদের মাঝে তুলে ধরেন এবং আগামী দিনের কর্ণধার শিশু-কিশোরদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার মো.রিয়াজুল ইসলাম,এস এম কামরুজ্জামান,মো.দোলন মিয়াসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।