
আব্দুর রহিম, কালিগঞ্জ: খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষ্যে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা আহসানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ইরফানুল আহছান জিম এবার আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক এক মিনিট ভিডিও নির্মাণ প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করে দ্বিতীয় স্থান অধিকার করেছে। খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে গত ২৩ আগস্ট বেলা ১২টায়, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক ১ মিনিট ভিডিও প্রতিযোগিতায় বক্তব্য রেখে বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করায় খুলনা বিভাগীয় কমিশনার মো হেলাল মাহমুদ কাছ থেকে পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেন। ইরফানুল আহসান ইতোপূর্বে জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তিতে ৬৪ জেলার মধ্যে তৃতীয় স্থান অধিকার করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকাত আলী লাকির কাছ থেকে ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন। এছাড়া, সে জেলা উপজেলা ও বিভাগীয় পর্যায়ে নৃত্য প্রতিযোগিতায় একাধিকবার পুরস্কৃত হয়েছে। তার বোন মিম খুবই ভালো নৃত্যশিল্পী। লেখাপড়ার পাশাপাশি নৃত্য কবিতা আবৃত্তিসহ সৃজনশীল প্রতিভায় জিমের এ কৃতিত্বে তার পিতা রফিকুল ইসলাম মা ও বোন পরিবারের সকলের খুবই আনন্দিত। জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তিতে ও বিভাগীয় পর্যায়ে আমার চোখে বঙ্গবন্ধু এক মিনিটের ভিডিও নির্মাণ প্রতিযোগিতায় নলতা আহসানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ইরফানুল আহসান কৃতিত্বপূর্ণ অবদান ও সাফল্য অর্জন করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কালিগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, এছাড়া কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদসহ তার কলেজের শিক্ষকরা ইরফানুল আহসানের সাফল্যে গর্বিত কলেজের পক্ষ থেকে শিক্ষার্থীরা অভিনন্দন জানায়।