
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকার্প সাতক্ষীরা জেলা প্রথম বিভাগ ফুটবল লীগ এর শনিবারের খেলায় সুলতানপুর ক্লাব ৯-০ গোলে অনির্বাণ সংস্থাকে পরাজিত করে। সুলতানপুর ক্লাবের পক্ষে মশরিফুল ৫টি ,অপু ২টি, জাহিদ ১টি,আবু বক্কার১টি,মোট ৯টি গোল করেন। সাতক্ষীরা স্টেডিয়ামে বৃষ্টি ভেজা মাঠে সুলতানপুর ক্লাব চমৎকার বোঝাপড়ার মধ্য দিয়ে আক্রমণ করে ৯টি গোল করতে সক্ষম হয়েছে। আজকের এই খেলাটি উপভোগ করেন সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের এর কোষাধ্যক্ষ শেখ মাসুদ আলী, ইকবাল কবীর খান বাপ্পি,খন্দকার আরিফ হাসান প্রিন্স, হারুন খান,সাজাহান কবির সাজু, কাজী মিয়ারাজ হোসেন, অলিউল রহমান, আসাদুর রহমান, শেখ মনিরুজ্জামান,তাপস কুমার সরকার, মিজানুর রহমান,সহ সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশন ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তাবৃন্দ।
আজ রবিবার লাবসা পল্লী মঙ্গল সমিতি বনাম জোড়দিয়া মর্ডান স্পোটিং ক্লাব পরস্পরের মুখোমুখি হবে।