
স্টাফ রিপোর্টার, দেবহাটা: ফেসবুকে অপপ্রচার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে সাতক্ষীরা সরকারি কলেজের মাস্টার্স শিক্ষার্থী ইকবাল হোসেন (২৬)। সে সাতক্ষীরার চৌবাড়িয়া গ্রামের ছকুমউদ্দীন বিশ্বাসের ছেলে। মঙ্গলবার সকাল ১০টায় দেবহাটার কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে ঐ ছাত্র বলেন, সাম্প্রতিক আমার ফেসবুকে ঢাকার নরসিংদির এক প্রবাসীর সাথে ফেন্ডশীপ হয়। আমার সাথে তার খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। কিছুদিন পর আমার এলাকার আরো অনেকের সাথে তার ফেসবুক ফ্রেন্ডশীপ হয়। এরপর সে তাদের সাথে ঘনিষ্ট বন্ধুত্বে জড়িয়ে পড়ে। কিছুদিনপর আমি জানতে পারি আমার এলাকার একজনের সাথে সে মোবাইলে কোর্ট ম্যারেজ করেছে। তাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক চলছিল বলে জানতে পারি। কিন্তু কিছুদিন পর তাদের সম্পর্ক অবনতি হয়েছে বলে জানতে পারি। পূর্বের বন্ধুত্বের জের ধরে ঐ নারী আমাকে বিভিন্ন ভাবে ম্যানেজ করার চেষ্টা করে। এমনকি তাদের বিভিন্ন কথা আমাকে বলার চেষ্টা করে। আমি তাদের বিবাহ সংক্রান্ত বিষয়ে কোন কিছু শুনতে রাজি না হওয়ায় সে আমার ক্ষতিসাধন করবে বলে জানায়। আমি বিষয়টি শুনে আমার পরিচিত কাছের মানুষদের সাথে শেয়ার করি। কিন্তু ওই নারী আমাকে তার কাজে ব্যবহার করতে না পেরে আমার নামে মিথ্যা অপবাদ দিতে শুরু করে। সে কৌশলে আমার জাতীয় পরিচয় পত্রের কপি সংগ্রহ করে আমার নামে বিভিন্ন ভূয়া কাগজ তৈরী করে। ঋৎড়ুধ অশঃবৎ নামে একটি ভূয়া ফেসবুক আইডি খুলে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি বিষয়টি নিয়ে যোগাযোগ করার চেষ্টা করলে সে আমাকে জানায় যে আমি তার কথামত কাজ না করলে আমাকে আইন ও সমাজের কাছে ফাঁসিয়ে দেবে। তার দেওয়া হুমকির কিছু রেকর্ড আমার কাছে সংরক্ষণ আছে। বর্তমান আমি নিরুপায়। আমি একজন ছাত্র। সামনে আমার উজ্জ্বল ভবিষৎ নষ্ট করতে স্থানীয় কিছু কু-চক্রিয় ব্যক্তির প্ররোচনায় আমার ক্ষতিসাধন করার চেষ্টা চালানো হচ্ছে। আমি তার এই হয়রানি ও অপপ্রচার থেকে মুক্তি পেতে চাই। তাই আপনাদের লেখার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।