
শেখ রিপজা হোসেন : নতুন বছরের প্রথম দিনেই সারা দেশের ন্যায় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবে বই বিতরন করা হয়েছে। বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে উল্লসিত সারাদেশের বিদ্যালয় শিক্ষার্থীরা।প্রায় সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসায় বুধবার (১জানুয়ারি)শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে ২০২০ সালের বিনামূল্যের নতুন পাঠ্যবই। এজন্য দেশের প্রতিটি বিদ্যালয়ে লেগেছে উৎসবের ছোঁয়া। খালি হাতে বিদ্যালয়ে যাওয়া শিক্ষার্থীরা বাড়ি ফিরেছে নতুন বই নিয়ে, হাসিমুখে।বছরের শুরুর দিনে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দেওয়ার এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে বই উৎসব দিবস।গোবরদাড়ী জোড়দিয়া স্কুল এন্ড কলেজে বই বিতরন কালে উপস্হিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক বাবু সুনিল কুমার সানা,সহকারি শিক্ষক ওমর ফারুক,অতনু মিত্র, ইলিয়াজ কবির,সোয়ায়েব হোসেন (দুদু), রেহেনা খাতুন, সহ অভিভাবক বৃন্দ।