
ফিংড়ী (সদর) প্রতিবেদক:
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা বাজারে অবস্থিত এনআই যুব ফাউন্ডেশনের আয়োজনে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারী) বিকাল ৫টায় এন আই যুব ফাউন্ডেশনের সভাপতি শেখ মোনায়েম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজয় দাশের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদস্য, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো:সামছুর রহমান, আ.লীগ নেতা উজ্জল কুমার দাশ, সদর উপজেলা জেলা যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো:সোহাগ হোসেন, ফিংড়ী ইউনিয়ন যুব লীগের যুগ্ম আহবায়ক শেখ আজমীর হোসেন ( বাবু), এনআই যুব ফাউন্ডেশনের সদস্য দেবাশীষ দাশ, সাবেক ছাত্রলীগ নেতা আলামিন রোকন প্রমুখ।
এসময় ফাউন্ডেশনের সভাপতি শেখ মোনায়েম হোসেন বলেন, আমরা প্রতি বছর ব্যাংদহা বাজারে অবস্থিত এনআই যুব ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দু:স্থ শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করে আসতেছি। এবছরও একই ভাবে কিছু অসহায় দু:স্থ শীতার্থ মানুষের মাঝে কম্বল দেয়া হয়েছে ।