
ফিংড়ী প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় ফিংড়ী ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো: রবিউল ইসলাম রবির সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুনার রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো:শাজাহান আলী, সাবেক সভাপতি মো: শওকত হোসেন, সহসভাপতি মো: শ্যামুয়েল ফেরদৌস পলাশ, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:সামছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মহাদেব কুমার ঘোষ, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ডা: গোবিন্দ দাশ, সদর উপজেলা যুব লীগের যুগ্ম আহবায়ক মো: সোহাগ হোসেন, ইউনিয়ন যুব লীগের আহবায়ক মো: মেজবা উদ্দিন টপি, যুগ্ম আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বর্ধিত সভায় প্রধান অতিথি মো: নজরুল ইসলাম বলেন, নৌকার মাঝি করে মো: সামছুর রহমান কে আবারও জননেত্রী শেখ হাসিনা নৌকা দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। তাই আপনারা সকলেই এক সাথে মিলে মিশে ঐক্যবদ্ধ হয়ে আবারও নৌকার হয়ে কাজ করবেন ও ১১ নভেম্বর সারা দিন নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করবেন এমন আহবান করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মোনায়েম হোসেন ।