
প্রেস বিজ্ঞপ্তি: আলহাজ্ব মো. ফজলুর রহমানের মৃত্যুতে আগামী ২৯ নভেম্বর সোমবার সাতক্ষীরা জেলা মুদ্রণ ব্যবসায়ী মালিক সমিতির সকল প্রেস বন্ধ থাকবে। এতদ্বারা সাতক্ষীরা জেলা মুদ্রণ ব্যবসায়ী মালিক সমিতির সকল সদস্যদেরকে জানানো যাচ্ছে যে, গত ২৫ নভেম্বর ২০২১, রোজ: বৃহস্পতিবার, সন্ধ্যা : ৬.১৫ মিনিটে জাহান প্রিন্টিং প্রেসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. ফজলুর রহমান স্যার মৃত্যুবরণ করায় তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সমিতির সিদ্ধান্তক্রমে আগামী ২৯ নভেম্বর ২০২১, সোমবার সকল প্রেস বন্ধ থাকবে। মরহুমের রূহের মাগফিরাত কামনায় বাদ আছর মরহুমের পলাশপোলস্থ নিজস্ব বাসভবনে পরিবারের পক্ষ থেকে দোয়া অনুূষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সকল মুদ্রণ ব্যবসায়ী মালিক ও শ্রমিকদের উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সাতক্ষীরা জেলা মুদ্রণ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. আবু শোয়েব এবেল ও সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম খোকন।