
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগরের মুন্সীগঞ্জে কিশোরীদের অংশগ্রহণে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) মুন্সিগঞ্জ ইউনিয়নের শাপলা কিশোরী সংগঠনের উদ্যোগে এবং বারসিকের সহায়তায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় শাপলা কিশোরী সংগঠনের সাধারণ সম্পাদক অনন্যা মন্ডলের সভাপতিত্বে বারসিক কর্মকর্তা চম্পা মল্লিক, বিশ্বজিৎ মন্ডল, গোলাপ কৃষি নারী সংগঠনের সভাপতি লতা রানী, কিশোরী ক্রিস্টনা, বৃষ্টি, মিতারা প্রমুখ বক্তব্য রাখেন। সভায় প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় কিশোরীদের সচেতনতা বৃদ্ধি, পরিবেশগত ও স্বাস্থ্য ঝুঁকি, প্লাস্টিক কিভাবে মাটি, পানি ও বায়ু দূষণ ঘটাচ্ছে, অব্যবহৃত প্লাস্টিক সংগ্রহ, সংরক্ষণ এবং পুনঃব্যবহার ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা প্লাস্টিক দূষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
সবশেষে অংশগ্রহণকারীদের মাঝে ১টি করে কদবেলের চারা প্রদান করা হয়।