
নিজস্ব প্রতিবেদক : প্রেম মানেনা কোন বাঁধা। তাই সকল বাঁধাকে উপেক্ষা করে প্রেমের টানে ঘরছাড়া হলেন জামায়াত ইসলামীর নলতা ইউনিয়ন শাখার আমির সন্যাসীরচক গ্রামের শহিদুল ইসলাম (ঢালী)’র মেয়ে ইতি।
ইতি সখিপুর সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের একাদ্বশ শ্রেনীর ছাত্রী।
জানা যায়, কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের সন্ন্যাসীরচক গ্রামের ইউপি সদস্য আব্দুল মজিদের ভাই আজিবরের ছেলে জয়নগর মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্র সাকিবের সাথে নলতা ইউনিয়নের জামায়াতের আমির শহিদুল ঢালীর মেয়ে ইতির দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থাকার জেরে মঙ্গলবার (১৯ নভেম্বর) কোন এক সময় প্রেমের টানে তারা অজানা পথে পাড়ি জমায়।
পরে বিষয়টি জানাজানি হলে তাদের পরিবার বৃহস্পতিবারে ছেলে এবং মেয়েকে খুঁজে বাড়িতে নিয়ে আসে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের প্রেমের সম্পর্ক উভয় পরিবারে সমঝোতার চেষ্টা করছিলো বলে জানা যায়।