প্রেস বিজ্ঞপ্তি:
“প্রাকৃতিক কৃষি” পদ্ধতিতে কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষে কমিউনিটি পরামর্শ সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলা হলর”মে কৃষকদের কমিউনিটি পরামর্শ সভা ও প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
কমিউনিটি পরামর্শ সভা ও প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ।
এ সসময় উপস্থিত ছিলেন বেলার প্রশিক্ষণ সমন্বয়কারী ইসমত জাহান, প্রোগ্রাম এন্ড ফিল্ড কো-অর্ডিনেটর এএমএম মামুন, খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন, অর্জন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরী প্রমুখ।
কমিউনিটি পরামর্শ সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠানে সাতক্ষীরার বিভিন্ন এলাকা থেকে প্রান্তিক কৃষকরা অংশগ্রহণ করেন। এসময় রাসায়নিক সার ও কীটনাশকের ক্ষতিকর দিক তুলে ধরে রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে প্রাকৃতিক সার ও জৈব বালাইনাশক ব্যবহারের সুফল তুলে ধরা হয়।
পরিবেশবান্ধব জৈব সার ও বালাইনাশক তৈরি করা, ব্যবহারবিধি ও উত্তম কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক সংকটের এই সময়ে পরিবেশ রক্ষায় বেলার উক্ত কার্যক্রম অব্যাহত থাকবে বলে ঘোষনা করা হয়।