নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা ‘ল’ কলেজের অধ্যক্ষ, জেলা আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী এস এম হায়দার আর নেই। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তিনি ঢাকার একটি হাসপাতালে শেষ নি:শ^াষ ত্যাগ করেন। ইন্নালিল্লাহে…রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
এস,এম হায়দারের মৃত্যুর খবর জানার পর সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তিনি অত্যন্ত দক্ষতার সাথে ফৌজদারি মামলা পরিচালনা করতেন। এড. এস এম হায়দারের মৃত্যুতে জেলার বিভিন্ন সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছেন। এস এম হায়দার অসংখ্য সামাজিক সংগঠনের সাথে জড়িয়ে ছিলেন। বেশ কিছুদিন ধরে প্রবীন এই আইনজীবী অসুস্থ্য ছিলেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন।
প্রবীন আইনজীবী এস এম হায়দার আর নেই
পূর্ববর্তী পোস্ট