আমিনুল ইসলাম বকুল, শ্যামনগর থেকে:
শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম তার প্রতিপক্ষদের অত্যাচার ও হয়রানি থেকে রক্ষা পেতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। ৯ সেপ্টেম্বর রাত ৮ টায় শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চেয়ারম্যান আব্দুর রহিম। লিখিত বক্তব্যে তিনি বলেন- আমার পূর্বের চেয়ারম্যান আমার প্রতিপক্ষ রেজাউল করিম ও মেন্দিনগর গ্রামের মৃত সিদ্দিক গাজীর পুত্র গাজী শাহালম বর্তমান চেয়ারম্যান নির্বাচনে আমার সাথে প্রতিদন্দিতায় পরাজিত হয়ে পরজয়ের গ্লানি সহ্য করতে না পেরে আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে হয়রানি করার লক্ষ্যে আমার বির”দ্ধে ষড়যন্ত্রমুলক একাধিক নাশকতা মামলা, ধর্ষন চেষ্টা, মানুষ পুড়িয়ে হত্যাসহ ৫০ টির অধিক মিথ্য মামলা দিয়ে মাসের পর মাস কারাবন্দি করে আমার চেয়ারম্যান দায়িত্ব পালনে বাঁধা সৃষ্টি করে। এর পরেও মিথ্যা মামলা হামলা অব্যহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় এলাকার হতদরিদ্র ফেয়ার প্রাইজ কার্ড ধারীদেরকে আওয়ামিলীগ পদ পদবীধারী ডিলিয়ারদের দ্বারা ভয়ভিতি দেখিয়ে ৮ সেপ্টেম্বর শ্যামনগর প্রেসক্লাবের সামনে হজির করে মানবন্ধন করে। এলাকার এক চরিত্রহীন মামলাবাজ ব্যবসায়ী নারীকে ব্যবহার করে উক্ত মানববন্ধনে আমার বির”দ্ধে কুর”চিপূর্ণ ও মিথ্যা বক্তব্য দেওয়ায় আমি তিব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
গত নির্বাচনে একাধক মিথ্যা মামলায় জড়িয়ে আমাকে কারাবন্দি করায় আমি নির্বাচন প্রচারনায় সম্পৃক্ত হতে পারিনাই এবং আমার ভোট আমি দিতে পারিনাই। এর পরেও সাধারণ জনগণ আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছে।
এ হিংসায় ও আক্রোশে উক্ত রেজাউল ও শাহালম আমার বির”দ্ধে মিথ্যা মামলা সহ বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছে।
আমার এ প্রতিপক্ষদ্বয়ের মিথ্যা মামলা, যড়যন্ত্র ও অত্যাচার থেকে রক্ষা পেতে সাংবাদিকদের লেখনির মাধ্যমে প্রশাসন, আইনি শৃঙ্খলা বাহিনী ও যৌথ বাহিনির দৃষ্টিআকর্ষন করছি। উলেখ্য এ বিষয়ে ১০ সেপ্টেম্বর বিকাল ৪ টায় এলাকায় সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে।