এতোদ্বারা দৈনিক সাতনদীর বিভিন্ন উপজেলার নিম্নোক্ত প্রতিনিধিদের জানানো যাচ্ছে যে, ব্যক্তিগত সুরক্ষার প্রতি বিশেষভাবে খেয়াল রেখে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত মহামারী করোনা ভাইরাস বিষয়ের উপর নিজ নিজ উপজেলার/ কর্মএলাকার আপডেট একটি করে বিশেষ রিপোর্ট ( লিখিত ও ছবি সহ/ ভিডিও সহ প্রতিবেদন) প্রতিদিন Satnsdee71@gmail.com ও dailysatnadee@gmail.com উভয় ই-মেইল পাঠাতে হবে। এছাড়া ভিডিও কন্টেন্ট আমার হোয়াটসআপে (01711 450025) প্রেরণ করতে হবে।
এছাড়া স্বাভাবিক সকল নিউজ সবাইকে প্রতিদিন উভয় ই-মেইলে পাঠাতে হবে।
এই নির্দেশানা যারা অনুসরন করবে আর যারা অনুসরন করবে না তাদের পারফরমেন্স পৃথক পৃথকভাবে মূল্যায়ন করা হবে।
এক্ষেত্রে প্রয়োজনীয় দিক নির্দেশনা ও বিশেষ সহায়তা প্রাপ্তির জন্য বার্তা সম্পাদকের সাথে কথা বলে নেয়া যেতে পারে। বিষয়টি অতীব জরুরী।
ধন্যবাদান্তে –
সম্পাদক
দৈনিক সাতনদী।
নির্বাচিত প্রতিনিধিদের নামের তালিকা:
১। সিরাজুল ইসলাম – শ্যামনগর
২। আমজাদ হোসেন মিঠু – শ্যামনগর
৩। আমিনুর রহমান – শ্যামনগর
৪। হাফিজুর রহমান – কালিগঞ্জ
৫। তারিকুল ইসলাম লাভলু – কালিগঞ্জ
৬। লিটন ঘোষ বাপী – দেবহাটা
৭। সচ্চিদানন্দদেসদয় – আশাশুনি
৮। আকবর হোসেন – তালা
৯। রাশেদুল হাসান কামরুল – কলারোয়া
১০। আকরামুল ইসলাম – সাতক্ষীরা
১১। ইয়ারব হোসেন – সাতক্ষীরা
১২। প্রমোথ সানা – পাইকগাছা
বিশেষ দ্রষ্টব্য: অন্যান্য পর্যায়ের প্রতিনিধিরাও স্পেশাল রিপোর্ট পাঠালে তাদেরকেও বিশেষ মূল্যায়ন করা হবে।