নিজস্ব প্রতিবেদক:সারাদেশে প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বানের অংশ হিসেবে সাতক্ষীরার দু’টি উপজেলার ২১ ইউনিয়নের ১ হাজার ১শ’ ৮১ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। বৃহস্পতিবার দু’টি উপজেলার ২১ ইউনিয়নের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেন।
জেলার তালা উপজেলার ১১ইউনিয়নে ও কলারোয়া উপজেলার ১০ ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল রবিবার।তালা ও কলারোয়া নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দুটি উপজেলার ২১ ইউনিয়নে ৮১ জনচেয়ারম্যান প্রার্থী,২৫৮ জন সংরক্ষিত সদস্য (মহিলা মেম্বর) প্রার্থী ও ৮৪২ জন সাধারণ সদস্য (মেম্বর) প্রার্থী সর্বমোট ১১৮১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে।
তালা উপজেলা:তালা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তালা উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী ৪৩ জন, সংরক্ষিত সদস্য পদ প্রার্থী ১৩৫ জন এবং সাধারণ সদস্য পদ প্রার্থী৪৫৫ জনসর্বমোট ৬৩৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে।
কলারোয়া উপজেলা:অপরদিকে কলারোয়া নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলার ১০টি ইউনিয়নে ৩৮ জন চেয়ারম্যান প্রার্থী, ১২৩ জন মহিলা মেম্বর প্রার্থী ও ৩৮৭জন মেম্বরপদ প্রার্থীসর্বমোট ৫৪৮ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
প্রতীক বরাদ্ধ পেয়ে প্রাতদ্বন্দ্বি প্রার্থী ও তাদের কর্মী সমর্থকেরা স্ব স্ব নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারনা শুরু করেছে। ফলে দু’টি উপজেলার ২১ ইউনিয়নে চলছে নির্বাচনী আমেজ।
প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ, আনুষ্ঠানিক প্রচারনা শুরু
পূর্ববর্তী পোস্ট