পাইকগাছা প্রতিবেদক: পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর এর সুস্থতা কামনায় পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ি’র উদ্যোগে মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। প্রার্থনায় প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ির সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, কাউন্সিলর এস এম তৈয়বুর রহমান, কবিতা রাণী দাশ ও রবি শংকর মন্ডল, সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, রাসমন্দির কমিটির সভাপতি সন্তোষ কুমার সরদার, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, সেক্রেটারি হিরেন্দ্র নাথ সানা, সাবেক সেক্রেটারি সুভাষ মন্ডল, কোষাধ্যক্ষ প্রণব সরদার, শিক্ষক কালিপদ সরকার, হেমেন্দ্র নাথ গাইন, করুণা মন্ডল, শ্যামপদ মন্ডল, উজ্জ্বল মন্ডল, দিপক মন্ডল, বিভূতি সানা, ইলিয়াস হোসেন, ভোলানাথ মন্ডল, বিপ্লব মন্ডল, কার্তিক মন্ডল, শ্রীষকান্তি রায়, বাসুদেব মন্ডল, উত্তম দাশ, গৌরাঙ্গ ব্যানার্জীসহ অনেকে উপস্থিত ছিলেন। প্রার্থনা পরিচালনা করেন, স্বপন চক্রবর্তী। এছাড়া আশু রোগমুক্তি কামনা করেছেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু, ইউএনও মুহাম্মদ আল-আমিন, ওসি মো. রফিকুল ইসলাম, দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন।
পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর এর সুস্থতা কামনা
পূর্ববর্তী পোস্ট