ফিরোজ হোসেন: সাতক্ষীরা পৌর নির্বাচনে বিজয়ী হয়েই নৌকা প্রতিকের পরাজিত প্রার্থী শেখ নাসেরুল হকের বাসায় গেলেন ধানের শীষের প্রার্থী তাজকিন আহমেদ চিশতি। রবিবার সন্ধ্যা ৭ টার দিকে নৌকা প্রতিকের প্রার্থী নাসেরুল হকের সুলতানপুরস্থ বাড়িতে বিজয়ী মেয়র তাজকিন আহমেদ চিশতি শান্তনার বানী নিয়ে দৌড়ে যান। এ সময় নাসেরুল হক বলেন হার-জিত থাকবেই। চিশতি জয়লাভ করেছে এতে আমার কোন সমস্যা নেই। পৌরসভার উন্নয়নে আমি সব সময় চিশতিকে সহযোগিতা করবো।এ সময় বিজয়ী প্রার্থী তাজকিন আহমেদ চিশতি নৌকার প্রার্থী নাসেরুল হকের মাতার স্বাস্থ্যের খোঁজ খবর নেন।
পৌর নির্বাচনে পরাজিত প্রার্থীর বাসায় গেলেন বিজয়ী মেয়র প্রার্থী
পূর্ববর্তী পোস্ট