
নিজস্ব প্রতিবেদক:
পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন রেহানা(৩৬) নামের এক গৃহবধূ। গতকাল শনিবার বিকালে সদরের ইটাগাছা গ্রামের মানিকতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। আহতকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোহাগ
ঘটনা সুত্রে জানা যায়, ২৩মে শনিবার বিকালে একই গ্রামের সোহাগের (৩৫) সন্তানের সাথে রেহানার মেয়ে খেলা করছিল। এক পর্যায়ে তারা মারামারি করলে রেহেনার মেয়ের জামা ছিড়ে যায়। রেহানা সোহাগের মেয়েকে বকাবকি করে। ঘটনা জানতে পেরে সোহাগের স্ত্রী রেহানার বাড়ি যেয়ে ঝগড়াঝাটি শুরু করে। এতে সোহাগও যোগ দেয়। সোহাগ ও তার স্ত্রী মিলে রেহানাকে মারপিট করতে থাকে। একপর্যায়ে সোহাগ রেহানার পিছন থেকে জাপটে ধরে পিঠে কিল ঘুষি মারতে থাকে। সোহাগের স্ত্রী হেনাও(২৫) রেহানাকে চুল মুঠো করে ধরে মারতে থাকে। সোহাগ রেহানা পরনের কাপড় ছিড়ে অর্ধনগ্ন অবস্থায় মাটিতে ফেলে তার বুক লাথি মারে। পরে স্থানীয়দের সহায়তায় রেহানাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য, সোহাগ একই গ্রামের ইছাকের ছেলে।
রেহানার স্বামী আবুল কালাম জানান, ঘটনা ভিন্নখাতে নিতে সোহাগ আমাদের নামে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করছে।
আহত রেহানা মুমূর্ষ অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় গতকাল ২৩মে শনিবার রাতে একটি আবুল কালাম বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন।