
নিজস্ব প্রতিবেদক:
৫১ তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগারি শীতকালীন হকি প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্স স্কুল হকি টিম সাফল্য অর্জন করেছে। উপজেলা চ্যাম্পিয়ন, জেলা চ্যাম্পিয়ন, উপ-অঞ্চল (খুলনা বিভাগ) চ্যাম্পিয়ন ও অঞ্চল(খুলনা ও বরিশাল বিভাগ) চ্যাম্পিয়ন হয়ে অবশেষে ন্যাশনাল হকি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কৃতিত্ব অর্জন করায় ১২ ফেব্রুয়ারি তারিখে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার ও পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি কাজী মনিরুজ্জামান পিপিএম কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ।সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ হাসান খান ও খেলোয়াড়বৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃআতিকুল ইসলাম, ক্রীড়া শিক্ষক মোঃইমরান ফকির প্রমুখ।