
প্রেস বিজ্ঞপ্তি: ব্রেকিং দ্য সাইলেন্স-র উদ্যোগে ব্র্যাক এর সহযেগিতায় নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোরদের অংশগ্রহনে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আব্দুল জব্বার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ হুসাইন শওকত, সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, ব্র্যাকের বিভাগীয় ম্যানেজার মোঃ রবিউল ইসলাম, মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফতেমা জোহরা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শ্যামল, সাতানী কুশখালী দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো: আনওয়ার এলাহী, ব্রেকিং দ্য সাইলেন্স এর অফিস ইনচার্জ শরিফুল ইসলাম, প্রজেক্ট কো-অর্ডিনেটর মনিরুজ্জামান টিটু সহ শিক্ষক ও ছয় শতাধিক শিক্ষার্থীবৃন্দ। অতিথিগন নারী শিশু শ্রম, যৌন নিপীড়ন, বাল্যবিবাহসহ ইভটিজিং এর সম্পর্কে আলোকপাত করেন ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ভিডিও চিত্র প্রদর্শনী করেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে নারী ও শিশুর সকল প্রকার নির্যাতনকে না বলুন, এই শ্লোগানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা গনস্বাক্ষর করেন।