
দেবহাটা ব্যুরো: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব শফিকুল আহম্মদ গত ৮ জানুয়ারী দেবহাটার পারুলিয়া ইউনিয়নের খেজুরবাড়ীয়া আসেন। ৯ জানুয়ারী, বিকাল ৩টায়, খেজুরবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এলাকাবাসীর পক্ষথেকে গণ সংবর্ধনা প্রদান করা হয়। আলহাজ্জ নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাট্ াউপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবজাল হোসেন, অধ্যক্ষ সাতক্ষীরা সরকারী কলেজ, আরো উপস্থিত ছিলেন ডাঃ হাবিবুর রহমান, আলহাজ্জ রফিকুল ইসলাম, আলহাজ্জ আবুল হোসেন, শিক্ষক হারুনুর রশিদ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাংবাদিক রশীদুল আলম রশীদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম। প্রধান অতিথি তার বক্তব্যেয় বলেন, এলকাবাসী তাকে সংবর্ধিত করায় আমি গর্বিত, আমার জীবনের অনেকাংশ সময় এই গ্রামে কেটেছে এজন্য আমি আমার গ্রামকে ভুলি নাই। তাকে এলাকাবাসীর পক্ষ থেকে ক্রেস এবং মানপত্র প্রদান করা হয়।