
নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট এলজিএসপি-৩ আওতায় দক্ষিন পারুলিয়া জেলিয়াপাড়া সুকুমারের দোকানের পার্শ^ হইতে দুলাল সরকারের বাড়ী অভিমুখে রাস্তা সোলিংকরণের কাজ উদ্বোধন করা হয়।
১৭ সেপ্টেম্বর শুক্রবার বেলা ৯ টায় দঃ পারুলিয়ায় এলজিএসপি-৩ এর আওতায় ২০২০-২০২১ অর্থ বছরে ২য় কিস্তির মৌলিক থোক (বিবিজি)র বরাদ্ধকৃত অর্থদ্বারা দঃ পারুলিয়া জেলিয়া পাড়ায় রাস্তা সোলিংকরণের কাজ উদ্বোধন করেন পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোকরম শেখ, ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী অসীম কুমার ঘোষ, দফাদার নুরুল ইসলাম প্রমুখ।