
লিটন ঘোষ বাপি: প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার ঈদ-উল-আযহার উপহার হিসাবে পারুলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। ২৮ শে জুলাই মঙ্গলবার সকাল ৯ টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের অসহায় দুস্থ পরিবারের মাঝে প্রত্যেকের মাস্ক বাধ্যতামূলক সহ সামাজিক দূরত্ব বজায় রেখে ১০ কেজি হারে ভিজিএফ এর চাউল বিতরণ উদ্বোধন করেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি এবং পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলহাজ্ব গোলাম ফারুক, সালাহউদ্দিন শরাফী, সিরাজুল ইসলাম, ইউপি সচিব আব্দুল হাকিম, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব আব্দুল্লাহ হীম, দফাদার নুরুল ইসলাম সহ সকল গ্রাম পুলিশ বৃন্দ ।
উল্লেখ্য পারুলিয়া ইউনিয়নে মোট ৫২৯৫ পরিবার এবং দেবহাটা উপজেলার ৫ টি ইউনিয়নে মোট ২০০০০ (বিশ হাজার) পরিবার মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার ঈদ-উল-আযহার উপহার ভিজিএফ এর চাউল পাবে।