
লিটন ঘোষ বাপি: দেবহাটা উপজেলার পারুলিয়ায় বিট পুলিশিং কমিটির উদ্যোগে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মে মঙ্গলবার বেলা ১১টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ঘূর্ণিঝড় ইয়াস পূর্ব প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
উক্ত সভায় উপস্থিত ছিলেন দেবহাটা থানার এস আই (নিঃ) ও ইউনিয়ন বিট পুলিশিং দায়িত্বপ্রাপ্ত অফিসার নুর মোহম্মাদ মোস্তফা, এস আই (নিঃ) হাছিনা খাতুন, এ এস আই এস এম মোজাম্মেল, ইউপি সদস্য সাহেব আলী, আলহাজ্ব গোলাম ফারুক, সালাউদ্দিন শরাফি, সিরাজুল ইসলাম,শহীদুল্লাহ গাজী, ইয়ামিন মোড়ল, মোকরম শেখ, নুরবানু কাদেরী, নার্গিস খাতুন, হামিদা খাতুন,ইউপি সচিব আব্দুল হাকিম, দফাদার নুরুল ইসলামসহ সকল গ্রাম পুলিশ।
উল্লেখ্য যে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সেটি বেশি শক্তি সঞ্চয় করে ইয়াস নামক নিম্নচাপটি উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরিনত হবে ঘূর্ণিঝড় ইয়াস।
এরই লক্ষে ইউনিয়নের সবগুলো আশ্রয় কেন্দ্র খোলা এবং মানুষকে নিরাপদে আনতে এবং ঘুর্ণিঝড় ইয়াস এর ক্ষয়ক্ষতি এড়াতে পারুলিয়া ইউনিয়ন পরিষদ ব্যাপক প্রস্তুতি গ্রহণ পূর্বক মাইকিং করা হয়েছে। এছাড়া ঝুঁকিপূন এলাকায় আগাম সতর্কতা জারি করাসহ ঘূর্ণিঝড় ইয়াস পূর্ব প্রস্তুতি ও ঘূর্ণিঝড় কালীন ও ঘূর্ণিঝড় পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য ওয়ার্ড ভিত্তিক স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয় । প্রতিটি ওয়ার্ডে আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।