
নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: প্রাণঘাতী মহামারী কভিড-১৯ করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আমদানিকৃত ভ্যাকসিন দেশব্যাপী একযোগে প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে গণটিকা কার্যক্রম শুরু হয়।
এর ধারাবাহিকতায় ৭ আগস্ট শনিবার সকাল ৯টা হতে দেবহাটা পারুলিয়া ইউনিয়নে পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয় অস্থায়ী কেন্দ্রে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের গণটিকা কার্যক্রম পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার তাছলিমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড সদস্য আলহাজ্ব গোলাম ফারুক, ৫ নম্বর ওয়ার্ড সদস্য সালাউদ্দিন সরাফি, ৬ নম্বর ওয়ার্ড সহস্য সিরাজুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড সদস্য ফরাদ হোসেন, ইউপি সচিব আব্দুল হাকিম, দফাদার নুরুল ইসলাম সহ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশ, আনসার ভিডিপি, এনজিওকর্মীর প্রমুখ।