
নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের নির্দেশনা মোতাবেক পারুলিয়ায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাক্স বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।
৫ এপ্রিল সোমবার সকাল ৯ টায় পারুলিয়া মৎস্য অকশন সেন্টারে পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক নির্দেশনা ও মাস্ক বিতরণ পরিচালনা করা হয়।
পারুলিয়া মৎস্য অকশন সেন্টারের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের, পারুলিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মহিউদ্দীন, দফাদার নুরুল ইসলাম, গ্রাম পুলিশ আজমুল হোসেন, জহুরুল ইসলাম, আবুল হোসেন এ অভিযানে অংশগ্রহণ করেন।
এ সময় মাস্ক ব্যবহার না করা, সামাজিক দূরত্ব বজায় না রাখা ব্যক্তিদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতনামূলক নির্দেশনা ও মাস্ক প্রদান করা হয় এবং করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সংশ্লিষ্ট আইন ও সরকারি নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।