
নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদের ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পারুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত ইউনিয়ন উন্নয়ন সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব প্রবীর হাজারী, এনজিও প্রতিনিধি তানজিমা আক্তার, উপসহকারী কৃষি অফিসার আহমদ সাঈদী, এফপিআই শফিকুল ইসলাম, সকল ইউপি মেম্বার এবং সুশীল সমাজ সংগঠনের প্রতিনিধিগণ। সভায় ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট প্রসঙ্গে আলোচনা করা হয়। পুষ্টি খাতে রক্ষিত বাজেট খরচের খাত বের করা হয় এবং সকলকে কর প্রদানের ব্যাপারে উৎসাহিত করা হয়। সুশীল সমাজ সংগঠনের প্রতিনিধিরা স্থানীয়ভাবে অপুষ্টি শিশু তালিকা প্রদানের মাধ্যমে অপুষ্টি দূরীকরণ এর জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন।