নিজস্ব প্রতিবেদক: দেবহাটা উপজেলার পাররুলিয়া ইউনিয়ন পরিষদের সাথে কর্ম পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক পর্যাবেক্ষন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১ টায় সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশন গ্রুপ মেম্বারদের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের সহযোগিতায় অনুষ্ঠিত কর্ম পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক পর্যাবেক্ষন সভায় সিএসও ফোরামের সেক্রেটারি লিটন ঘোষ বাপির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হাজারী, ইউপি মেম্বার অসীম কুমার ঘোষ, রবিউল ইসলাম, রাইট টু গ্রো প্রোজেক্টের এডভোকেসী ও জেন্ডার বিষয়ক অফিসার উজ্জ্বল কুমার পাল, সাংবাদিক সুজন ঘোষ, সিএসও আমজাদ হোসেন, সাফায়েত হোসেন, ব্রজেন মন্ডল, সামাদ মোড়ল, নাজমুল শাহাদাত, রামকৃষ্ণ বর, প্রজেক্টের ইউনিয়ন ফ্যাসিলিটেটর রাজেশ ঘোষ সহ ইউনিয়ন পরিষদের মেম্বারবর্গ, স্থায়ী কমিটির সদস্য, সিভিএ সহায়তাকারী গন, সিএসও সদস্যগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় কমিউনিটি ক্লিনিকের সেবার মান বৃদ্ধি করা, অবকাঠামো উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা করা সহ বিভিন্ন বিষয়ে উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে স্থায়ী কমিটির সদস্য, সিভিএ সহায়তাকারী ও সিএসও সদস্যগণ আলোচনা করেন এবং যৌথ কর্ম পরিকল্পনা গ্রহণ করেন।