দেবহাটা সংবাদদাতা: বিশ^ জনসংখ্যা দিবস-২০২৩ উপলক্ষ্যে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের জন্য শ্রেষ্টত্ব অর্জন করায় পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সমাজসেবক আব্দুল মজিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক নুর আমিন, সাবেক শিক্ষক নওশের আলী, সমাজসেবক হবিবুর রহমান, সমাজসেবক গোলাম মোস্তফা, ব্যবসায়ী ও সমাজসেবক মুনসুর আলী ও পারুলিয়া সেড কমিটির আহবায়ক আব্দুল কাদের প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সদস্য অসীম কুমার ঘোষ।
পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুকে সংবর্ধনা
পূর্ববর্তী পোস্ট