
কিশোর কুমার: সাতক্ষীরা খুলনা মহাসড়কে পাটকেলঘাটার শাঁকদাহে ব্রীজে গত রবিবার বাস দূর্ঘটনায় ১৫ জন আহত হয়েছিল। এসময় সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র আনিসুর রহমান নামে এক সাইকেল চালক নিখোঁজ ছিল।
অনেকের ধারণা ছিল বাস দূর্ঘটনার সময় সাইকেল চালক আনিসুর রহমান বাবু (৪০) গাড়ির সামনে অংশের চাপায় ব্যবহৃত সাইকেল ও তার লাশ কাদার ভিতরে আছে, সকাল সাড়ে ১১টা থেকে রাত ১২ পর্যন্ত সাতক্ষীরা ফায়ার সার্ভিসের টিম অনেক খোঁজাখুজির পরেও সাইকেল পেলেও লাশ উদ্ধার করতে পারিনি।
পরবর্তীতে খুলনার ডুবুরি দল এসে রাত আনুমানিক ৩টার দিকে অনেক খোঁজাখুজির পর কাদার ভিতর থেকে একটি লাশ উদ্ধার করে। তার পর আনিসুরের পরিবারে লোকজন এসে লাশটি সনাক্ত করে।
এই ব্যাপারে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি এখন হাইওয়ে পুলিশের হেফাযতে আছে তারা প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবে।