
কিশোর কুমার : পাটকেলঘাটায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে তালা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৯ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষ ক্ষনগননা পালিত হয়েছে। শুক্রবার(১০জানুয়ারি) সকালে সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির শুরুতে র্যালী বের হয়ে পাটকেলঘাটা বাজারে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আলোচনা সভার মধ্যদিয় সমাপ্তি ঘটে। তালা উপজেলা আওয়ামী সেচ্ছসেবক লীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা আওয়মীলীগ সহ- সভাপতি এড. আব্দুস সামাদ,সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান, খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফার রহমান।অনান্যদের মধ্যে উপস্থিত উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহবুব হোসেন মিন্টু, সাবেক ছাত্রনেতা , দেবাশিষ মুখার্জী, আসাদুজ্জামান মিন্টু, টিপু, রুবেল, মারুফ প্রমূথ।