
কিশোর কুমারঃ পাটকেলঘাটায় তালা উপজেলা যুব-উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত বেকার যুবকদের প্রশিক্ষন ও আত্মকর্মসংস্থান কর্মসূচী (রাজস্ব) এর আওতায় ৫দিন ব্যাপী গবাদী পশু বিষয় প্রশিক্ষন কার্যক্রমের শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার বিকাল ৪টায় পাটকেলঘাটা আর্দশ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের চত্বরে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল হাই এর সভাপতিত্বে ও পাটকেলঘাটা যুবক্রীড়া ক্লাবের সাধারন সম্পাদক রিপন হোসাইনে’র পরিচালনায় প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্য কাজী ওয়াহিদ মুর্শেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , তালা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা কামাল হোসেন, যুব উন্নয়ন
কর্মকর্তা নুরইসলাম। এ সময় প্রধান অতিথি সেখানে উপস্থিত যুবকদের মাদকের ছোবল থেকে মুক্ত হতে কর্মমুখী হওয়ার জন্য আহবান জানান।অনুষ্ঠানটি আলোচনার মধ্যদিয়ে সমাপ্তি ঘটে। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়মীলীগ নেতা আহাদুর রহমান মিঠু,এসআই শাহিন আলম ,সাংবাদিক সাইদুজ্জামান শুভ, সাংবাদিক রায়হান হোসেন প্রমুখ।