
নিজস্ব প্রতিবেদক: পাটকেলঘাটায় মাদক ব্যবসায়ীরা বেপরোয়া। গোয়েন্দা বিভাগের আটকের নেই কোন মাথা ব্যাথা। বিভিন্ন ধরনের মাদক নিয়ে এসব ব্যবসায়ীদের ঘোরাফেরা। এদের নামে কোটে ১০/১২টা করে মামলা ঝুলছে। তারপরও এদের ব্যবসা থেমে নেই। পত্রিকায় লেখা লেখি কয়েকবার হলেও এরা ধরা ছোয়ার বাইরে। মাঝে মধ্যে দু একটা চুনো পুটি আটক হলেও রাঘব বোয়ালরা গা ঢাকা দিয়ে থাকে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে পাটকেলঘাটা সরকারী কবর স্থানের প্রাচীরে নির্জন স্থানে এদের কারবার। কালি বাড়ী কপোতাক্ষ নদের ওয়াপদায় কেশবলাল মহাশ্মশানের পাশে নির্জন স্থানে এছাড়া প্যান্টের পকেটে পুরে ফেরি করে ফেনসিডিল, হেরোইন, ইয়াবা, গাজার টুপলা বিক্রয় করে থাকে। এদের চেনা খুবই কঠিন। পুরাতন ব্যবসায়ীরা ছাড়া নতুন ব্যবসায়ীদের আনাগোনা বলে একটি সূত্রে জানায়। সন্ধ্যা নামার সাথে সাথে নদীর ধার, কবর স্থানের নিকট এদের দখলে। এদিকে সরকারী কবর স্থানের পাশে বাসা বাড়ীর ভদ্র লোকেরা এসব মাদক ব্যবসায়ীদের ভয়ে স্বাধীনভাবে চলাফেরা করিতে পারে না। এলাকার যুব সমাজ থেকে মধ্য বয়সের লোকজন এই মরন নেশায় আসক্ত হচ্ছে। এছাড়া এসব নির্জন স্থানে নতুন নতুন লোকের আনাগোনা এতে করে এলাকার প্রায় ছোট খাট চুরি সংগঠিত হচ্ছে। এ ব্যাপারে এলাকাবাসী পুলিশ প্রশাসনের কাছে এসব মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের গ্রেফতার পূর্বক শাস্তির ব্যবস্থা করার দাবী জানিয়েছেন।