নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার পাটকেলঘাটায় ইটভাটার মাটি কাঁটার সময় একটি পুকুর থেকে ৪০০ বছরের পুরাতন স্বর্ণ স্বদৃশ্য মুর্তি উদ্ধার হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে কুমিরা বাবুরপুকুর নামক এলাকা থেকে মুর্তিটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, স্থানীয় মোল্লা ব্রিকসের লোকজন স্কেভেটর দিয়ে মাটি কাটছিল। মাটি কাঁটার সময় মুর্তিতে কোদালের কোপ লাগে। মুহূর্তেই স্থানীয় এলাকাবাসী সেখানে জড়ো হয়। সোনার মুর্তি পাওয়া গেছে বলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মুর্তিটি তাদের হেফাজতে নেয়।
পাটকেলঘাটার থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ইটভাটায় মাটি নেওয়ার সময় মুর্তিটি পাওয়া গেছে। সেটি এখন পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তিনি আরো জানান, স্বর্ণকার দিয়ে পরীক্ষা করা হলে তারা জানিয়েছেন, এটি স্বর্ণ নয় পিতলের মুর্তি। মুর্তিটির ওজন এক কেজি চরশো গ্রাম। মূর্তিটি চারশো বছরের পুরাতন বলে ধারণা করা হচ্ছে।