
কিশোর কুমার : পাটকেলঘাটায় দুই মাদক সেবীকে ১বৎসরের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ড প্রাপ্ত হল থানার যুগীপুকুরিয়া গ্রামের আবুতাহার মোড়লের পুত্র আওয়াল মোড়ল(২০) অন্যজন হল একই গ্রামের আব্দুল আহাদ মোড়লের পুত্র জাকির মোড়ল (২৫)।
পুলিশ সুত্রে জানা যায়,শুক্রবার রাতে এস আই জয় বালা, এ এস আবুল কালাম ও এ এস আই এনামুল হক থানার নিলিমা ইকো পার্ক এলাকায় আভিযান চালিয়ে, প্রকাশ্যে গাাঁজা সেবনের সময় আটক করেন । এসময় তাদের কাছ থেকে অল্প পরিমান গাঁজাও উদ্ধার করা হয়। পরবর্তীতে শনিবার তালা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেকে ১বৎসর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্য কাজী ওয়াহিদ মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান,দণ্ডপ্রাপ্ত আসামীদের। জেল হাজতে প্রেরন করা হয়েছে।