
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে: খুলনা সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা কুমিরা নামক স্থানে গতকাল সকাল ৯টার দিকে যাত্রীবাহী পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঐ সময় বাস ও ট্রাকের সামনের গøাস ভেঙ্গে চূর্ণ বিচুর্ণ হয়ে যায়। তবে বাসের যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে খুলনা থেকে ছেড়ে আসা বালুভর্তি ট্রাক যার নং: খুলনা-শ-১১-০১৯৩ সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিল। বিপরিতগামী ঢাকা যাত্রীবাহী পরিবহন যার নং: যশোর-ব-১১-০১৫৫ কুমিরা বাজারে পৌছানো মাত্র নিয়ন্ত্রন হারিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঐ সময় মহাসড়কে ৩০ মিনিট যান চলাচল বন্ধ হয়ে যায়। পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি ২টি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়।